Uncategorized

বিশ্বব্যাপী তাবলীগের মেহনত! আফ্রিকায় এক সফরে ৫শতাধিক মানুষকে ইসলাম গ্রহন ও দুটি মসজিদ নির্মান করে আজ দেশে ফিরছেন ঢাকার সাথীরা

image

image

image

image

image

image

image

আফ্রিকায় এক সফরে ৫শতাধিক মানুষকে ইসলাম গ্রহন ও দুটি মসজিদ নির্মান করে আজ দেশে ফিরছেন ঢাকার সাথীরা
_____________________________
আফ্রিকার উরাগ্যন্ডা দ্বীপে ৩মাস আগে জামাতের রোখ হয়েছিল। সে এলাকায় তাবলীগের মেহনতের বদৌলতে সবে মাত্র ইসলামের ছোঁয়া লেগেছে। ঢাকার সাথীরা আজ দেশে ফিরেছেন। কারগুজারীতে জানিয়েছেন তাদের ৩মাসের মেহনতে ৫শতাধিক মানুষ তাদের হাতে ইসলাম কবুল করেছেন। তারা দুটি দ্বীপে নও মুসলিমদের জন্য নতুন দুটি মসজিদও নির্মান করেছেন। সেখানকার নেতৃস্থানীয় একটি জামাত তৈরি করে এসেছেন বিশ্ব ইজতেমার দ্বীতিয় পর্বে আসার জন্য। বেশ কিছু জামাত ৩চিল্লার জন্য পাঠিয়েছেন। আল্লাহ সাড়া দুনিয়ায় গাট্টিওয়ালাদের এই মেহনতকে যেভাবে কবুল করেছ, সেভাবে সাড়া দুনিয়ায়, দেশে-বিদেশে দ্বীনের মেহনতের জন্য আমাদেরও কবুল কর।
হে আল্লাহ যারা অজ্ঞতা বশত তাবলীগের বিরোধীতা করে তাদের জ্ঞানের দরজা খুলে দাও, আর যারা বুঝে শুনে বিরোধীতা করে তাদের ফয়সালা আপনার হাতে তুলা দিলাম।

mim miftah@facebook

Advertisements